সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাত্রাপথের নিরাপত্তা বেষ্টনী সরিয়ে দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে দুটি পৃথক অভিযোগ দায়ের হল শক্তিগড় থানায়। কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার ও মেমারি থানার কলানবগ্রামের এক বাসিন্দা অভিযোগ করেন বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে। অপরাধে উৎসাহিত করা, সরকারি আদেশ অমান্য করা, মানুষের পক্ষে ক্ষতিকারক কাজ করা ও কুৎসা করার ধারায় মামলা রুজু হয়েছে। দুটি পৃথক মামলারই তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে জেড-প্লাস ক্যাটাগরি নিরাপত্তা পাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় নির্বাচনী জনসভা করতে যাচ্ছিলেন। তাঁর নিরাপত্তায় ২ নং জাতীয় সড়কের শক্তিগড়ে যান নিয়ন্ত্রণ ও নিরাপত্তার জন্য দড়ি ধরে দাঁড়িয়েছিল পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। অভিযোগ, সেই সময় কলকাতা থেকে ২ নং জাতীয় সড়ক ধরে আসানসোল যাচ্ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এরপর পুলিশের দড়ি ধরে দাঁড়িয়ে থাকার বিষয়টি তিনি দেখতে পান এবং গাড়ি থেকে নেমে দড়ি সরিয়ে দেন বলে অভিযোগ। তিনি পুলিশ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের নামে কটুক্তি করেন বলে অভিযোগ। নিরাপত্তা না মানার জন্য সাধারণ মানুষকে প্ররোচিত করতে থাকেন বলেও অভিযোগ। তারই পরিপেক্ষিতে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে দু’টি অভিযোগ দায়ের হয় শক্তিগড় থানায়।
উল্লেখ্য, আসানসোল দক্ষিণ থানায় গায়ক বাবুলের গাওয়া দলের থিম সং নিয়ে অভিযোগ জমা পড়ে ১৯ মার্চ। অভিযোগ জানান, পশ্চিম বর্ধমান স্টুডেন্টস লাইব্রেরী কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে সংস্থার সাধারন সম্পাদক গৌরব গুপ্তা । অভিযোগে বলা হয়, বিদায়ী সাংসদের গাওয়া এই গানে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে তৃণমূল দল এবং দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই গান তৃণমূল দল এবং দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানে আঘাত করেছে।