বর্ধমানের রবীন্দ্র ভবনে সরকারি উদ্যোগে আয়োজিত নাটকের কর্মশালায় মহিলা শিক্ষার্থীদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে প্রশিক্ষক তথা নাট্য পরিচালক প্রেমাংশু রায়ের বিরুদ্ধে। কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি শনিবার কলকাতা থেকে একদল নাট্যকর্মী বর্ধমানে আসেন থানায় অভিযোগ দায়ের করতে। এদিন পাঞ্চালী কর নামে এক নাট্যকর্মী বর্ধমান থানায় নাট্য প্রশিক্ষক প্রেমাংশু রায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পাঞ্চালী কর এদিন তাঁর লিখিত অভিযোগে শিক্ষানবিশ ছাত্রীদের যৌন নির্যাতন, নাট্য জগতের নাম কলঙ্কিত করা সহ একগুচ্ছ অভিযোগ আনেন।
উল্লেখ্য, ৮ থেকে ১৩ অক্টোবর বর্ধমানের রবীন্দ্র ভবনে ছ’দিনের নাট্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। রাজ্য সরকারের উদ্যোগে ও মিনার্ভা নাট্যসংস্কৃতি চর্চাকেন্দ্রের ব্যবস্থাপনায় এই কর্মশালা আয়োজিত হয়। প্রশিক্ষক ও ছাত্র-ছাত্রী সকলেরই রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয় বর্ধমান ভবনে। দুই বর্ধমান ও বীরভূম জেলার মোট ২১ জন ছাত্র-ছাত্রী নাট্য কর্মশালায় অংশ নিয়েছিলেন। তার মধ্যে ৭ জন ছাত্রী ছিলেন। মূলত ছাত্রীদের অভিযোগ প্রশিক্ষক প্রেমাংশু রায় রাতে মদ্যপ অবস্থায় ছাত্রীদের ফোন ও দরজায় ধাক্কা দিয়ে তাদের কুপ্রস্তাব দিয়েছেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি রীতিমত ছাত্র-ছাত্রীদের হুমকি দেন বলে অভিযোগ। অভিযোগ নাট্যকার তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর নাম নিয়েও তিনি হুমকি দেন।