.

অন্ডালের বহুলা নর্থ জামবাদ কোলিয়ারিতে কর্মরত এক শ্রমিক করোনা আক্রান্ত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি জ্বরে ভুগছিলেন। তারপর তাঁকে ইসিএলের কেন্দ্রীয় চিকিৎসালয় কাল্লা হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান তাঁর কোভিড টস্টের জন্য সোয়াব নেওয়া হয়। এদিন তাঁর কোভিড পজিটিভ রিপোর্ট আসায় তাঁকে দুর্গাপুরে কোভিড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই শ্রমিকের পজিটিভ রিপোর্ট আসার ফলে তাঁর সাথে কর্মরত আরও পাঁচ জন শ্রমিককে হোম কোয়রান্টাইনে পাঠানো হয়েছে। এর ফলে বহুলা নর্থ জামবাদ এলাকাজুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে ইসিএলের এক আধিকারিক বলেন, ‘এই মহামারী এখন দেশজুড়ে চলছে। তাই আমরা প্রথম থেকেই কোলিয়ারি চত্বর সানিটাইজ করে চলেছি এবং সকলকে মাস্ক দিয়েছি।ওই করোনা আক্রান্ত শ্রমিকের সঙ্গে কর্মরত অন্যান্য শ্রমিকদের হোম কোয়রান্টাইনে পাঠানো হয়েছে।

Like Us On Facebook