স্কুল গেটের সামনে দশম শ্রেণির এক ছাত্র দুষ্কৃতী আক্রমণের শিকার হল। ঘটনাটি ঘটেছে কালনা অম্বিকা মহিষমর্দ্দিনী উচ্চ বিদ্যালয়ের সামনে। স্থানীয় সুত্রে জানা গেছে, প্রদীপ হাওলাদার নামে কালনা অম্বিকা মহিষমর্দ্দিনী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র মঙ্গলবার ছুটির পর স্কুল গেটের বাইরে বের হলে হঠাৎ পিছন থেকে দুষ্কৃতী আক্রমণের শিকার হয়। প্রদীপ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। অন্য ছাত্ররা শিক্ষকদের খবর দিলে শিক্ষকরা আহত প্রদীপকে হাসপাতালে নিয়ে যান। ছাত্রের বাবা তারিণী হাওলাদার থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কি কারণে এই আক্রমণ পুলিশ তা খতিয়ে দেখছে।
Like Us On Facebook