প্রেমে প্রত্যাখ্যাত হয়ে বোনকে দিয়ে বোনের বান্ধবীকে বিষাক্ত ট্যাবলেট খাইয়ে একাদশ শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ঘটনা। মৃতার নাম টিনা আফরোজা( ১৭)। বাড়ি মঙ্গলকোটের নতুনহাটের বড়াগড় গ্রামে। মঙ্গলকোট একেএম হাইস্কুলের ছাত্রী। পরিবারের তরফ থেকে অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে।
মৃতার কাকা ঈদবক্স আলি বলেন, ‘বৃহস্পতিবার স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল টিনা। পরীক্ষা শেষে স্কুল থেকে বের হওয়ার পর ওই যুবকের বোন তথা টিনার বান্ধবী ও আর এক ছাত্রী টিনাকে হজমোলা বলে দুটি ট্যাবলেট দিলে টিনা সেই ট্যাবলেট দুটি খেয়ে নেয়। এরপর বাড়ি ফিরে এসে সে অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে। পরিবারের লোকজন তাকে ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তির কিছুক্ষণ পরেই রাত সাড়ে ৮টা নাগাদ টিনার মৃত্যু হয়।’ ঈদবক্স আলি আরও বলেন, ‘নতুনহাটের বড়বাজার এলাকার এক যুবক টিনাকে উত্যক্ত করত। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বোনকে দিয়ে বিষাক্ত ট্যাবলেট খাইয়ে টিনাকে খুন করেছে।’ অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত যুবককে আটক করেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।