আলু তোলাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে সংঘর্ষে জখম হলেন ৪জন। তার মধ্যে একজন কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে বর্ধমানের শক্তিগড় থানার হাটগোবিন্দপুরের রামনগর এলাকায়।

আহত কলেজ ছাত্রী প্রিয়াংকা চৌধুরী জানিয়েছেন, তাঁদের বাড়ি লাগোয়া ১২ কাঠা একটি জমি প্রায় ৪৫ বছর ধরে তাঁরা চাষ আবাদ করছেন। এবছরও ওই জমিতে আলু চাষ করেছিলেন। বুধবার সকালে আলু তোলার কাজ চলার সময় প্রতিবেশী সনত চৌধুরী, কিশোরী মোহন চৌধুরী, সুখেন চৌধুরী সহ বেশ কয়েকজন এসে জমি
থেকে শ্রমিকদের তুলে দেয়। খবর পেয়ে প্রিয়াংকা চৌধুরীর বাবা জ্ঞানেন্দ্রনাথ চৌধুরী সহ কয়েকজন গেলে তাদের বেধড়ক মারধোর করতে থাকেন অভিযুক্তরা। এই সময় বাবাকে বাঁচাতে প্রিয়াংকা চৌধুরী এবং তাঁর দিদি চিত্রলেখা চৌধুরী এগিয়ে গেলে তাদের মারধোর এবং শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। পরে আহতদের সকলকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে দুজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও প্রিয়াংকার আঘাত গুরুতর থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শক্তিগড় থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এব্যাপারে অভিযুক্তদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। শক্তিগড় থানা সূত্রে জানা গেছে, এব্যাপারে একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Like Us On Facebook