অ্যালয় স্টিল প্ল্যান্ট(এএসপি)-এর এক কর্মীকে সিআইএসএফ মারধর করেছে বলে অভিযোগ। সোমবার সকালে দেরি করে কাজে আসা নিয়ে এএসপি’র এক কর্মীর সঙ্গে কারখানার গেটে সিআইএসএফ জওয়ানদের বচসার জেরে ওই কর্মীকে সিআইএসএফ জওয়ানরা মারধর করে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন(আইএনটিটিইউসি)-এর কর্মীরা মঙ্গলবার সকালে এএসপি গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি নেয়। বিক্ষোভকারীদের উপর কংগ্রেসের শ্রমিক সংগঠন(আইএনটিইউসি)-এর কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনায় তিন জন আহত হয়।

জানা গেছে এএসপি’র মেনগেটে আলোচনার মাধ্যমে ওই ঘটনাটি মিটিয়ে নিলেও গেটের বাইরে আইএনটিটিইউসি ও আইএনটিইউসি কর্মীদের মধ্য ঝামেলা বেধে যায়। আইএনটিটিইউসি নেতা অশোক কুন্ডুর অভিযোগ, ফেব্রুয়ারি মাসে এএসপি কারখানায় নির্বাচন হবে। হেরে যাবার ভয়ে আইএনটিইউসি কর্মীরা আমাদের কর্মীদের উপর হামলা চালায়। আইএনটিইউসি নেতা বিকাশ ঘটক হামলার কথা অস্বীকার করে বলেন,”এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ফল। এর সঙ্গে আইএনটিইউসি কর্মীরা জড়িত নয়।”