সরস্বতী পূজোয় নাচকে কেন্দ্র করে অন্ডালের পিউর জামবাদ এলাকায় পাশাপাশি দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বেধে গেলে এলাকায় উত্তেজনা ছড়ায় মঙ্গলবার। অন্ডাল থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে শেষমেষ।
জানা গেছে, অন্ডালের পিউর জামবাদ এলাকায় সরস্বতী পূজোয় এলাকার মহিলারা নাচ গান করছিলেন। পাশের গ্রাম অর্থাৎ নর্থ জামবাদের কেশকিছু যুবক মদ্যপান করে এসে মহিলাদের উত্তক্ত করে বলে অভিযোগ। এই ঘটনায় পিউর জামবাদের ছেলেরা প্রতিবাদ করলে নর্থ জামবাদের মদ্যপদের সঙ্গে মারামারি শুরু হয়ে যায়। এর পরেই ফের নর্থ জামবাদের মদ্যপ যুবকদের অন্যান্য সঙ্গীসাথীরা এসে ব্যাপক মারধর করে পিউর জামবাদের ছেলেমেয়েদের। এই ঘটনায় বশ কয়েক জন আহত হয়। মঙ্গলবার সকালে এই ঘটনার জেরে এলাকাবাসী দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে লাঠিসোটা নিয়ে রাস্তায় জড়ো হয়ে প্রতিবাদে সামিল হয়।