সামান্য মাছ ব্যবসায়ী বলেই জানতো এলাকার বাসিন্দারা। কিন্তু সেই ভোলাই নাকি বড়সড় অস্ত্র কারবারী। বেশ কিছু সময় ধরে এই ভোলার নেতৃত্বেই চলছিল বেআইনী অস্ত্র বিক্রির কারবার। কিছুদিন ধরে নজরদারি চালানোর পর গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে পূর্বস্থলী থানার পাটুলি পঞ্চায়েতের পিলা গ্রাম থেকে ভোলা ভকতকে গ্রেপ্তার করলো সিআইডি।
ধৃতের কাছ থেকে ৭ টি ওয়ান শর্টার পিস্তল, একটি ৯ এমএম পিস্তল ও ৩৫টি কার্তুজ এবং একটি রিভলবার উদ্ধার করেছে সিআইডি। ধৃতকে বৃহস্পতিবার কালনা মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। স্বাভাবিকভাবেই পুজোর মুখে আইনশৃঙ্খলা ঠিক রাখতে বেআইনি অস্ত্র বিক্রির কারবারীকে গ্রেফতারের ঘটনা সিআইডির বড়োসড়ো সাফল্য বলেই মনে করা হচ্ছে।
সিআইডির সূত্রে জানা গেছে, পূর্বস্থলী থানার এই বেআইনি অস্ত্র বিক্রির কারবারির সম্পর্কে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই নজরদারি চালানো হচ্ছিলো। বুধবার গভীর রাতে প্রায় ১০ জনের একটি টিম পিলা গ্রামে ভোলা ভকতের বাড়িতে অভিযান চালায়। বাড়ি থেকেই অস্ত্রসহ গ্রেফতার করা হয় তাকে। কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে এই অস্ত্র কারবারের জাল খতিয়ে দেখছে সিআইডি।