রাত পোহালেই বড়দিন। উৎসবের প্রস্তুতিও তুঙ্গে। জেলার সমস্ত গির্জাগুলিও সেজে উঠেছে রঙিন আলোয়। আজ রাত ১২টার পরই সূচনা হবে বড়দিনের উৎসবের। প্রতিবারের মতো এ বছরও বেশ জাঁকজমক ও উদ্দীপনার সঙ্গে বড়দিনের উৎসব পালিত হতে চলেছে। রাস্তা সেজেছে আলোর মালায়, বেকারির সামনে রঙিন কাপড়ের ঝালর, রেস্তোরাঁর দরজায় কাগজের তারা, ফুল। দোকানে দোকানে ঝুলছে সান্তা টুপি, ক্রিসমাস ট্রি ও সান্তার পুতুল।
দুর্গাপুর শিল্পাঞ্চলের অন্যতম বড় চার্চ হল সিটি সেন্টারের সেন্ট টেরেসা ক্যাথলিক চার্চ। দুর্গাপুরে সেন্ট টেরেসা ক্যাথলিক চার্চ-এ বড়দিনের মূল অনুষ্ঠানটি হচ্ছে। অনুষ্ঠানের প্রস্তুতি প্রায় শেষের দিকে। এই চার্চটিকে ফুল ও আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। বিভিন্ন মূর্তির মাধ্যমে প্রভু যীশুর জন্ম বৃত্তান্ত তুলে ধরা হয়েছে। দুর্গাপুরের বেনাচিতির ইউনাইটেড চার্চও বড়দিনের উৎসব উৎযাপনের জন্য সেজে উঠেছে। এদিন সিটি সেন্টারের আনন্দ অ্যামিউসমেন্ট পার্ক, স্টিল টাউনশিপের কুমারমঙ্গলম পার্কেও বড়দিনের প্রাক্কালে ছোট বড় সকলেই ভিড় জমায়।