সম্প্রতি কলকাতার একাধিক স্কুলে শিশু নিগ্রহের ঘটনা প্রকাশ্যে আসে। স্কুলে শিশুদের সুরক্ষা নিয়ে চিন্তিত শিশু সুরক্ষা কমিশন। মঙ্গলবার বর্ধমানে সরকারি সাহায্যপ্রাপ্ত নামি স্কুলের পরিকাঠামো দেখে অসন্তোষ প্রকাশ করল শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা।
এদিন কমিশনের পক্ষ থেকে সৌমিত্র রায় সহ দুই সদস্যের প্রতিনিধি দল বর্ধমানের সিএমএস হাই স্কুলে যায়। সেখানে পরিকাঠামো দেখার পাশাপাশি ছবিও তোলেন তাঁরা। প্রাথমিক বিভাগের পরিকাঠামো আরও উন্নত হওয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেন তাঁরা। সৌমিত্রবাবু বলেন, ছাত্র সংখ্যার তুলনায় শ্রেণিকক্ষ কম ও ছোট। মিড-ডে মিল পরিকাঠামোও যথাযথ নয় বলে তাঁরা রিপোর্ট দেবেন বলে জানা গেছে।
Like Us On Facebook