.
মহা ধুমধামে রবিবার সন্ধ্যায় খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজার প্রস্তুতি শুরু করল ছাত্র সমিতি ক্লাব। বুদবুদ ছাত্র সমিতি ক্লাবের পুজো এবার ৪৬ বছরে পা দিল। জন্মাষ্টমী তিথিতে রবিবার সন্ধ্যায় মহা ধুমধামে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। প্রতি বছরই প্রতিমা ও মণ্ডপে নজর কাড়ে ছাত্র সমিতি ক্লাবের পুজো। এবছরও ক্লাবের সদস্যদের দাবি জেলায় সবার নজর কারবে তাদের প্রতিমা।
Like Us On Facebook