বৃহস্পতিবার বিকেলে ও শুক্রবার ভোরে দামোদরের সদরঘাটে হবে ছট পুজো। বর্ধমান ছট পুজো ওয়েলফেয়ার সমিতির উদ্যোগে তার প্রস্তুতি চলছে জোরকদমে। পুজোর আয়োজন খতিয়ে দেখতে মঙ্গলবার দামোদরের সদরঘাট পরিদর্শন করলেন জেলা সভাধিপতি দেবু টুডু। সঙ্গে ছিলেন মহকুমাশাসক। নদীর তীরে সামিয়ানা বাঁধার কাজ শুরু হয়েছে। চলছে ঘাট জুড়ে আলো লাগানোর কাজ।
Like Us On Facebook