ছটপুজোকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে বর্ধমানের দামোদর নদের সদরঘাট জনসমূদ্রের চেহারা নিল। এদিন বিকেল থেকেই কাতারে কাতারে ভক্তরা এসে জড়ো হন সদরঘাটে। প্রতিবছরই পুণ্যার্থীদের সংখ্যা বাড়তে থাকায় এবছর বেশ কিছু নতুন উদ্যোগ নেয় জেলা পুলিশ এবং ছটপুজো ওয়েলফেয়ার সমিতি।
সদরঘাটে এবছর ঘাটের সংখ্যা করা হয়েছে ১০০। রয়েছে ড্রাগন লাইটের ১৪টি বিশালাকার স্ট্যাণ্ড। এছাড়াও পুলিশি ওয়াচ টাওয়ার করা হয় ২টি। এদিন বিকেল থেকেই পুণ্যার্থীরা সদরঘাটে সূর্যদেবতার পুজো করেন। ভীড় সামলাতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে একদিকে যেমন প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়, তেমনই যে কোন রকম দুর্ঘটনায় দ্রুত পরিস্থিতির মোকাবিলায় তৈরি রাখা হয় বিপর্যয় ব্যবস্থাপণ দফতরের ডুবুরি ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের।
Like Us On Facebook