দলীয় নির্দেশ মেনে এবার চাটাই বৈঠকে বিধায়ক। বর্ধমান ২নং ব্লকের হাটগোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের কাদগাছা গ্রামে বারোয়ারি তলায় আট চালার নীচে কাদগাছার সাধারণ মানুষকে সাথে নিয়ে বর্ধমান দুর্গাপুর-লোকসভা কেন্দ্রের প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে চাটাই বৈঠক করলেন বিধায়ক নিশীথ মালিক।
বিগত পঞ্চায়েত ভোটের আগে পূর্ব বর্ধমানে চাটাই বৈঠক শুরু করেছিল রাজ্যের শাসক দল। এতে ফলও মিলছিল বলে দাবি তৃণমূলের। লোকসভা ভোটের আগে ফের চাটাই বৈঠক শুরু করল তৃণমুলল কংগ্রেস। গ্রামের কোন পাড়া বা এলাকায় গিয়ে চাটাই পেতে বসে খোলামেলা পরিবেশে সেখানকার মানুষের সমস্যা বা অসুবিধার কথা শোনার জন্যই এই উদ্যোগ। সোমবার কাদগাছা গ্রামে চাটাই বৈঠকে তৃণমূলের নানা উন্নয়নের কথা তুলে ধরে সাম্প্রদায়িক বিজেপিকে পরাস্ত করার আহ্বান নিয়ে উপস্থিত স্থানীয় মানুষের মধ্যে প্রচার করেন বিধায়ক।
Like Us On Facebook