২ জানুয়ারি মাটি উৎসব থেকে গলসি ইকোপার্কের উদ্বোধন করেছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই ইকোপার্ক পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা।

এদিন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ১০০দিন প্রকল্পের ভারপ্রাপ্ত যুগ্মসচিব অপরাজিতা সারঙ্গী সহ সংশ্লিষ্ট দপ্তরের কয়েকজন আধিকারিক ও পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব। এই ইকোপার্ক গড়ে উঠেছে প্রায় ২ একর জায়গা নিয়ে। এই ইকোপার্কে কোয়েল পাখি, হাঁস ও মাছ চাষ ছাড়াও ফুল, ফলের বাগান সহ ছোটদের বিনোদনের সুব‍্যবস্থা আছে। এদিন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব কেন্দ্রীয় যুগ্মসচিব অপরাজিতা সারঙ্গীকে ইকোপার্ক ঘুরিয়ে দেখান। কেন্দ্রীয় যুগ্মসচিব পার্কের উন্নয়ন খতিয়ে দেখেন।

Like Us On Facebook