ক্ষনিকের জন্য দুর্গাপুরে এসে বিজেপি নেতা মুকুল রায় দাবি করেছিলেন, ত্রিপুরার বিধানসভা নির্বাচনে বিজেপি এবার নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে। শনিবার যেন মুকুল রায়ের বিজেপির ত্রিপুরা জয়ের সেই স্বপ্নই বাস্তব রূপ পেল। ত্রিপুরায় বিজেপির জয়জয়কার ঘোষণা হতেই পূর্ব ও পশ্চিম বর্ধমান দুই জেলা জুড়ে বিজেপি কর্মীরা চলো পাল্টাই শ্লোগানকে হাতিয়ার করে বাংলা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে।

শনিবার ত্রিপুরা জয়ের ফলাফলকে সঙ্গী করে দুর্গাপুর শিল্পাঞ্চলের সমস্ত ব্লক জুড়ে বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ে যেমন গেরুয়া আবীর খেলায় মেতে ওঠে তেমনি বিজয় মিছিল বের করে শিল্পাঞ্চলের বিভিন্ন রাস্তায়। পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে দুর্গাপুর স্টিল টাউনশিপ ভারতী মোড় থেকেও দুর্গাপুর স্টেশন বাজারে বিজয় মিছিল বের হয়। একই সঙ্গে দুর্গাপুরের সিটি সেন্টারেও বিজেপি কর্মীরা বিজয় মিছিল বের করে এবং গেরুয়া আবীর খেলায় মেতে ওঠে। দুর্গাপুরের এমএএমসির দলীয় কার্যালয়েও বিজেপি কর্মীরা গেরুয়া আবীরে মেতে ওঠে।

বিজেপির ত্রিপুরার জয়ের আনন্দ কাঁকসা-পানাগড়েও পৌছালো। বিজেপি কর্মীরা ত্রিপুরায় বিজেপির জয়ের আনন্দে শনিবার কাঁকসা ও পানাগড়ে বিজয় মিছিল বের করে একই সঙ্গে গেরুয়া আবীরে দলীয় কর্মীরা একে অপরকে রাঙিয়ে দেয়। বিজেপি নেতা রমন সিং বলেন, ত্রিপুরার সুফল এবার বাংলায় ফলবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি ভাল ফল করবে বলে দাবি রমন সিংয়ের।

দীর্ঘ ২৫ বছরের বামশাসনকে উৎখাত করে ত্রিপুরা দখল করছে বিজেপি ও তার শরিক আইপিএফটি। সেই জয়োল্লাসে গা ভাসালো পূর্ব বর্ধমানের গেরুয়া শিবির।শনিবার বর্ধমানে বিজেপির জেলা অফিসে আবির খেলায় মেতে উঠলেন নেতা ও কর্মীরা সঙ্গে চললো নাচ ও গান।






Like Us On Facebook