নিজের ছোটবেলা কেটেছিল চরম দারিদ্রের মধ্য দিয়ে। কোন কোন দিন জোটেনি এক বেলার আহারও। সেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে আজ আর্থিক স্বাচ্ছল্য এলেও ভুলতে পারেননি ছেলেবেলার দিনগুলিকে। তাই ডাক বিভাগের কর্মী সুত্তম রুইদাস নিজের মেয়ে ভাস্বতীর পঞ্চম জন্মদিন পালন করলেন বর্ধমান স্টেশনের অনাথ ও দুঃস্থ ছেলেমেয়েদের সঙ্গে।
পেশায় বর্ধমান স্টেশনের পোস্টমাস্টার সুত্তমবাবু নিত্যদিনই দেখতেন স্টেশন চত্বরে ঘুরে বেড়ান এইসব অসহায় শিশুদের। নিজের ফেলে আসা শৈশবের কথা ভেবে তাদের পাশে দাঁড়ানোর ইচ্ছে অনেক দিনের। মঙ্গলবার নিজের মেয়ের জন্মদিন পালন করার সময় তাদের কথা তিনি ভুলতে পারেননি। তাদের সঙ্গেই একটা দিন অন্যভাবে কাটানোর পরিকল্পনা করেন। একটু আনন্দ দেবার তাগিদ থেকেই প্রায় ২৫০ জন দুঃস্থ ও অনাথ শিশুকে নিয়ে চললো কেক কাটা, দ্বিপ্রাহরিক আহারের আয়োজন। পিছিয়ে ছিল না বার্থডে গার্ল ভাস্বতীও। নিজের হাতেই দাদা দিদিদের কেক কেটে খাওয়ানো থেকে ভাত, ডাল, মাংস পরিবেশনে হাত লাগালো সেও।