বুদবুদ থানার মামলা ও মোকদ্দমা পূর্ব বর্ধমান আদালতের আওতায় আনার দাবিতে বুধবার থেকে ৭ দিনের কর্মবিরতির ডাক বর্ধমান বার অ্যাসোসিয়েশনের। হয়রানির আশঙ্কা বিচারপ্রার্থীদের।
অভিযোগ, ২০১৭ সালে বর্ধমান জেলা ভেঙে পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলা গঠন করা হয়েছে। পশ্চিম বর্ধমানের জেলা আদালত আসানসোলে তৈরি হয়েছে। কিন্তু বার অ্যাসোসিয়েশনের অভিযোগ, বুদবুদ থানা পূর্ব বর্ধমানের অর্ন্তভুক্ত। প্রশাসনিক ও জেলা পরিষদের কাজকর্ম সবই এই জেলায় হয় কিন্তু মামলা মোকদ্দমা সবই আসানসোলে অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলা আদালতে হচ্ছে। ফলে সমস্যায় পড়ছেন ওই এলাকার মানুষজন। বার বার প্রশাসনিক স্তরে জানানো সত্ত্বেও কোন সুরাহা না হওয়ায় আমরা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি।
Like Us On Facebook