পথ দুর্ঘটনায় আহত হল সিবিএসই বোর্ডের এক পরীক্ষার্থী। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কুলটির শীতলপুর মোড়ের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কুলটি থানার অন্তর্গত ডিসেরগড়ের শীতলপুর অঞ্চলের বাসিন্দা সৎ নারায়ণ সিং-এর ছেলে শুভম সিং বাইক নিয়ে বেরিয়েছিল। শীতলপুর মোড়ের কাছে একটি চারচাকা গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয় শুভম৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ শুভমকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
জানা গেছে, শুভম সেন্ট ক্রিস্টোফার মিশন স্কুলের ছাত্র। তার সিবিএসই বোর্ডের পরীক্ষা চলছে৷ ইতিমধ্যে তার তিনটি পেপারের পরীক্ষা হয়ে গেছে, বাকি রয়েছে আরও তিনটি পেপার৷ দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ায় সে নিজে ও বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়েছে শুভমের বাকি পরীক্ষাগুলি দেওয়া নিয়ে৷ যদিও শুভম নিজে জানিয়েছে, সে পরীক্ষা দিতে বদ্ধপরিকর৷ এদিকে, পুলিশ চারচাকা গাড়িটিকে আটক করেছে।