দুর্গাপুরের স্টিল টাউনশিপের ২০১৩ সালের মার্চ মাসে ডেকরেটর ও মিষ্টি ব্যবসায়ী বাবু সাহা অপহরণ কান্ডে যুক্ত থাকার অভিযোগে ৫ সন্দেহভাজন ব্যক্তিকে বিহারের জামুই থেকে সিবিআই গ্রেপ্তার করে শুক্রবার দুর্গাপুর আদালতে পেশ করলে বিচারক ২ ব্যক্তিকে সিবিআই হেফাজত এবং বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেন।

২০১৩ সালের মার্চে ডেকরেটার ও মিষ্টি ব্যবসায়ী বাবু সাহাকে ব্যবসায়িক কথা বলার জন্য ডেকে স্টিল টাউনশিপ হস্টেল অ্যাভিনিউ থেকে একটি লাল গাড়িতে তুলে নিয়ে চম্পট দেয় অপহরণকারীরা। বাবু সাহার এক কর্মচারী সেই দিন বাবু সাহার সঙ্গে একই বাইকে হস্টেল অ্যাভিনিউতে আসে। কর্মচারীকে ধাক্কা দিয়ে জোর করে বাবু সাহাকে ছিনিয়ে নিয়ে চম্পট দেয় অপহরণকারীরা। এখনও নিখোঁজ বাবু সাহা। কর্মচারীর বয়ান অনু্যায়ী দুর্গাপুর থানায় বাবু সাহার স্ত্রী রিতা সাহা একটি এফআইআর করেন। কিন্তু দুর্গাপুর থানার পুলিশ তদন্তের জাল ছড়াতে না পারায় বাবু সাহার স্ত্রী রিতা সাহা বাধ্য হয়ে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দারস্থ হন। হাইকোর্টের অর্ডারে সিবিআই তদন্ত শুরু হয় এবং তদন্তে গতি আসে। জানা গেছে, দুর্গাপুরের কুখ্যাত সিস্টেম চিটফান্ড কান্ডের জেরেই বাবু সাহা নিখোঁজ কিনা সেই বিষয়টি নিয়েও সিবিআই তদন্তে নেমেছে।

Like Us On Facebook