রাজ্য জুড়ে বেড়ে চলা এটিএম কার্ড জালিয়াতি, অনলাইন ব্যাঙ্ক প্রতারণার মোকাবিলায় বুধবার বর্ধমানে বিভিন্ন ব্যাঙ্কের নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করে পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার সেল। এদিনের বৈঠকে পাওয়া সূত্র ধরেই এদিন সচেতনাতামূলক প্রচারে নামে জেলা পুলিশের সাইবার সেল।
বুধবার বিভিন্ন ব্যাঙ্কের অফিসারদের সাথে বৈঠকের পর সাইবার জালিয়াতি রোধে ব্যাঙ্ক কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার সেল। এছাড়াও সাইবার জালিয়াতি রোধে আরও বেশী সচেতন হতে হবে নাগরিকদের এই বার্তা নিয়ে পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাইবার সেলের পক্ষ থেকে এদিন এক সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হয় শহরের বিভিন্ন শপিং মলগুলিতে। বিশেষ করে শপিং মলগুলিতে কার্ড ব্যবহারের ক্ষেত্রে গ্রাহক এবং মলের কর্মীরা কি কি ধরণের পন্থা অবলম্বন করলে ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে নিজেরা নিরাপদ থাকতে পারবেন তাও তাদের হাতে কলমে শেখান সাইবার সেলের অফিসারেরা। পাশাপাশি তারা খতিয়ে দেখেন মলে ব্যবহৃত সোয়াইপ মেশিনগুলিও। এছাড়াও কার্ড স্কিমিং এবং অনলাইন ব্যাঙ্ক প্রতারণা রুখতে এটিএম কাউন্টার এবং বিভিন্ন মল, দোকান বা রেস্টুরেন্টে ব্যবহার করা কার্ড সোয়াইপ মেশিনগুলিতে গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ নজরদারি চালানো হবে। পাশাপাশি মেশিনগুলিকে নিয়মিত চেকিংও করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে।