বর্ধমানের দেওয়ানদিঘি থানার পাড়ুইয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকা গাড়ি উল্টে জখম একই পরিবারের ৫ জন। কুড়মুন ফাঁড়ির পুলিশ এবং স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে কুড়মুন ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দুর্গাপুরের গোপালমাঠ এলাকা থেকে কালীপুজোয় সপরিবারে মন্তেশ্বরের বাড়িতে ফিরছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। বর্ধমান-নবদ্বীপ রোড ধরে যাওয়ার সময় পাড়ুয়ের কাছে বড়পুল এলাকায় চারচাকা গাড়িটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায়। মাঠে থাকা স্থানীয় মানুষজন দৌড়ে এসে উদ্ধারে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কুড়মুন ফাঁড়ির পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়।
Like Us On Facebook