তারাপীঠে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের ২ জনের, ঘটনায় আহত ৩। দুর্ঘটনাটি ঘটেছে ১৯ নং জাতীয় সড়কের উপর হুগলী জেলার গুড়াপ থানার অন্তর্গত বসিপুরে। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার কবলে পড়া চারচাকা গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ক্রেনের সাহায্যে উদ্ধার করেছে। তারাপীঠে পুজো দিয়ে কলকাতার বেহালায় ফিরছিল পরিবারটি।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম ইরা মান্না(৬৫) ও সুমিত কুমার জানা(৫১) বাড়ি বেহালায়। সম্পর্কে এনারা শাশুড়ি ও জামাতা। রবিবার বিকেল থেকে রথযাত্রা উপলক্ষে নো-এন্ট্রি চলছিল। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যান নিয়ন্ত্রণ করা হচ্ছিল। রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল ট্রাক। সেই সময়ই কলকাতা অভিমুখী চার চাকা গাড়িটি হুগলির গুড়াপের বসিপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে স্বজোরে ধাক্কা মারে। নিয়ন্ত্রণন হারিয়ে চারচাকা গাড়িটি ট্রাকের তলায় ঢুকে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। গাড়িতে পাঁচ জন ছিলেন। বাকি তিন জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার বেহালার ব্যবসায়ী সুমিত কুমার জানা তাঁর স্ত্রী, দুই পুত্র ও শাশুড়িকে নিয়ে তারাপীঠ যান। সেখানে পুজো দিয়ে রবিবার বিকেলের দিকে বাড়ি ফিরছিলেন সেই সময়ই ঘটে দুর্ঘটনাটি।।

Like Us On Facebook