ঘুড়ি ধরতে গিয়ে বর্ধমানের বেচারহাটে ২ নং জাতীয় সড়কের উপর গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বালকের। ঘটনায় আহত তিন। আহতেরা গাড়ির আরোহী ও চালক।মৃতের নাম নয়ন বিশ্বাস(১০)। বেচারহাট ক্যানেল পাড় এলাকার বাসিন্দা। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ২ নং জাতীয় সড়কের একটি লেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে বর্ধমান শহরের বেচারহাট ক্যানেল পাড় এলাকার বাসিন্দা নয়ন বিশ্বাস ঘুড়ি ধরার জন্য একটি ঘুড়ির পিছনে ছুটতে ছুটতে সতীমা কোল্ড স্টোর সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের উপর উঠে পড়ে এবং সেই সময় দুর্গাপুর অভিমুখে যাওয়া একটি মারুতি সুইফট গাড়ির সামনে পড়ে যায়। চালক ব্রেক কষলেও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নকে ধাক্কা মেরে ডিভাইডারে উঠে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নয়নের। আহত হন সুইফট গাড়ির দুই আরোহী ও চালক। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের দুর্গাপুর অভিমুখী লেন কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে। দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং জাতীয় সড়ককে যানজট মুক্ত করলে যান চলাচল স্বাভাবিক হয়।