চারচাকা গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের ভাতারের কালটিকুরি গ্রামে। মৃতের নাম সিরাজুল শেখ(৫৩)। বাড়ি মঙ্গলকোটে। মৃত সিরাজুল শেখ ধান ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ব্যবসার কাজে যাওয়ার সময় বর্ধমান-নতুনহাট রোডের কালটিকুরি গ্রামে সিরাজুলবাবুকে একটি চারচাকা গাড়ি ধাক্কা মেরে নতুনহাটের দিকে চলে যায়। দুর্ঘটনাস্থলেই সিরাজুল শেখের মৃত্যু হয়। গ্রামে দুর্ঘটনার খবর গেলে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তার পাশের হোটেলগুলি ভাঙচুর করে। চার পাঁচটি হোটেলে আগুন ধরিয়ে দেয়। ভাতার থেকে দমকলের গাড়ি গিয়ে আগুন নেভায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। তবে ঘাতক গাড়িটি পুলিশ ধরতে পারে নি। গ্রামবাসীদের অভিযোগ হোটেলের সামনে গাড়ি পার্কিং করার জন্যই দুর্ঘটনা ঘটছে।

Like Us On Facebook