পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক অধ্যাপকের। মৃতের নাম সেখ নাজিমুদ্দিন (৩৬)। বাড়ি আউশগ্রামের করঞ্জি গ্রামে। তিনি মধ্যমগ্রামের একটি কলেজের অধ্যাপক ছিলেন।
মৃতের ভাই সেখ সফিউদ্দিন জানিয়েছেন, শুক্রবার সেখ নাজিমুদ্দিন মধ্যমগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। ট্রেনে তালিত স্টেশনে এসে নামেন। সেখান থেকে একটি গাড়িতে আউশগ্রামের কয়রাপুরে নামেন। এরপর কয়রাপুর থেকে মোটরবাইকে দাদা সেখ আজিমুদ্দিনের সঙ্গে বাড়ি ফেরার পথে করঞ্জি মোড়ে বোলপুর থেকে বর্ধমানমুখী একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরবাইকে ধাক্কা মারলে দুই ভাই গুরুতর জখম হন। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক সেখ নাজিমুদ্দিনকে মৃত ঘোষণা করেন। পুলিশ মারুতি গাড়িটিকে আটক করেছে।
Like Us On Facebook