ভাতারের বামুনাড়া গ্রাম পঞ্চায়েতের চন্ডিপুর গ্রামে চাষিদের দাবি মেনে ডিভিসি ক্যানেল সংস্কারের কাজ শুরু হল। একশো দিনের কাজের আওতায় করা হচ্ছে এই সংস্কারের কাজ।
জানা গেছে, বর্ষায় এই ক্যানেলগুলোর ওপর নির্ভর করে কয়েক হাজার বিঘা জমিতে আমন ধানের চাষ হয় চন্ডিপুর মৌজায়। দীর্ঘদিন সংস্কারের অভাবে এই ক্যানেলগুলো বুজে গিয়েছিলো। একশো দিনের কাজের মাধ্যমে এই ক্যানেল সংস্কারের কাজ শুরু হল সোমবার। বামুনাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনোয়ার ইসলাম জানান, এই সময় অধিকাংশ মানুষ কোন কাজ পান না সেই কথা মাথায় রেখেই একশো দিনের কাজ এখন চালু করা হয়েছে, পাশাপাশি চাষিদের কথা চিন্তা করে এই ডিভিসি ক্যানেল সংস্কারের কাজ শুরু করা হয়েছে। সাধারণ মানুষরা কাজ পেয়ে খুশি পাশাপাশি চাষিরাও খুশি এই ক্যানেল সংস্কার হওয়ায়।
Like Us On Facebook