বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ অন্ডালের খাস কাজোড়ায় নুনিয়া পাড়ায় ধরমবীর নুনিয়া নামে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে বাড়ির সামনে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের গুলিতে আহত হন আরও ২ জন তৃণমূল কংগ্রেস কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত খাস কাজোড়া এলাকার নুনিয়া পাড়ায়। খবর পেয়ে পুলিশ তৎপরতার সঙ্গে ঘটনার তদন্তে নেমে কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে। এবং বেশ কিছু গাড়িও আটক করেছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নুনিয়া পাড়া এলাকাটি শাসকদলের কর্মীদের বাস। মৃত এবং ঘাতক সন্দেহে আটক ব্যক্তি দু’জনেই তৃণমূল কংগ্রেসের কর্মী। কিন্তু এই খুনের সঙ্গে রাজনীতির কোন সম্পর্ক নেই বলে জানান জেলা পরিষদের সদস্য বিষ্ণু নুনিয়া। তিনি বলেন পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বিদ্যুৎ নুনিয়া নামে এক জনকে আটক করেছে। বিষ্ণুদেব নুনিয়ার দাবি এটি ব্যবসা সংক্রান্ত কোন ঝামেলার জের। বুধবার সকালে বিদ্যুৎ নুনিয়ার সঙ্গে মৃত ধরমবীর নুনিয়ার ব্যবসা সংক্রান্ত ঝামেলা হয়। বুধবার সকালে বিদ্যুৎ নুনিয়া ধরমবীরকে ঝামেলার সময় নাকি গুলি করার হুমকি দেয়। বুধবার রাতে ধরমবীর নুনিয়া বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ঘটনায় আরও দু’জন আহত হন। জেলা পরিষদ সদস্য বিষ্ণুদেব নুনিয়া বলেন, ‘আমরা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি পুলিশের কাছে। যাতে এরকম ঘটনা ভবিষ্যতে আমাদের এলাকায় আর না ঘটে। এবং এক মাসের মধ্যে দোষীর বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার দাবি জানাচ্ছি। এই ঘটনার পর গোটা এলাকা থমথমে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। এদিন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অন্ডাল থানা ঘেরাও করেন মহিলারা সহ এলাকার মানুষজন।