বুধবার গলসির খেতুড়ায় দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে একটি যাত্রীবাহি বাস। এই ঘটনায় কয়েকজন যাত্রী অল্পবিস্তর আঘাত পান। স্থানীয় সূত্রে জানা গেছে, গলসি-আদ্রাহাটি রোডের মেরামতির কাজ চলছে। গলসির খেতুড়ায় একটি লরি নরম রাস্তায় ফেঁসে গেলে বর্ধমান-শিরোরাই রুটের একটি যাত্রীবাহি বাস লরিটিতে ধাক্কা মারে। বাসের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান যাত্রীরা। এই ঘটনায় কয়েকজন যাত্রী অল্পবিস্তর চোট পান।