রাস্তা বেহাল। বন্ধ বাস চলাচল। চরম দুর্ভোগে স্কুল পড়ুয়া থেকে নিত্যযাত্রীরা। গলসি থেকে শিকারপুর গ্রাম পর্যন্ত ১৩ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা। বর্ষার জলে ভরে উঠেছে ওই সব গর্ত। ছোটোখাটো দুর্ঘটনা লেগেই আছে রাস্তায়। রাস্তা বাস চলাচলের অযোগ্য হয়ে ওঠায় বাস বন্ধ করে প্রতিবাদ বাসচালকদের। চরম সমস্যায় পড়েছেন শিকারপুর, দরবারপুর, খেতুরার বাসিন্দারা।
বাস চালকদের অভিযোগ, নামেই পাকা রাস্তা। গলসি থেকে শিকারপুর পর্যন্ত ১৩ কিমি রাস্তার পিচ উঠে গেছে। মোরাম দিয়ে মেরামত করা হয়েছিল। সেই মোরাম উঠে গিয়ে রাস্তায় বড়বড় গর্ত তৈরি হয়েছে। ভরা বর্ষায় জলে ভরে উঠেছে ওই সব গর্ত। রাস্তায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বড় বড় গর্তে পড়ে যেকোন সময় উল্টে যেতে পারে বাস। প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই রাস্তার উপর দিয়ে ৪ টি যাত্রীবাহী বাস চলাচল করে। যেকোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কায় শুক্রবার থেকে বাস চালানো বন্ধ করে দিয়েছে বাস চালকরা। এদিন ওই এলাকার বাসিন্দারা গলসি-২ বিডিওর কাছে রাস্তা মেরামতির দাবি জানান। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিডিও।