কাটোয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বাস উল্টে আহত কমপক্ষে ২০ জন। শুক্রবার সকাল ১০টা ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে কাটোয়ার নতুন গ্রামে এসটিকেকে রোডের উপর। স্থানীয় মানুষজন এবং কাটোয়া থানার পুলিশ আহতদের উদ্ধার করে কাটোয়া হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুর্বস্থলীর জামালপুর থেকে কাটোয়া আসছিল একটে যাত্রীবোঝাই বাস। দ্রুতগামী বাসটি এসটিকেকে রোড ধরে কাটোয়া আসার পথে নতুন গ্রামে ক্লোড স্টোরেজের কাছে রাস্তার একটি গর্তে বাসের চাকা পড়লে চালক সজোরে ব্রেক কষেন। এর ফলে দ্রুতগামী বাসটি রাস্তার উপর উল্টে গিয়ে চাকা উপরের দিকে উঠে যায়। যাত্রীদের চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে এসে উদ্ধারে হাত লাগান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কাটোয়া থানার পুলিশ। আহতদের উদ্ধার করে কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কয়েকজনকে প্রথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ এসটিকেকে রোডে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ক্রেন এনে বাসটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ঘটনার খবর পেয়ে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জী হাসপাতালে গিয়ে আহতদের চিকৎসার ব্যাপারে খোঁজ খবর নেন।