ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ২ জখম ৪৬। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে কালনা থানার ধাত্রীগ্রামের মাজদিয়া বেলতলা এলাকায়। জানা গেছে, বাসটি একটি বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় বাসটির সকল যাত্রীই কমবেশী আহত হন। আহতদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে পাঁচ জনকে বর্ধমান হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গুসকরা থেকে কলনা অভিমুখে আসছিল কার্তিক কুমার নামের বাসটি। ঘটনাস্থলের কাছে বিনা হেলমেটের এক বাইক আরোহী পুলিশের নাকা চেকিং থেকে পালাতে গিয়ে বাসটির সামনে চলে আসে। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে বাইকটিকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার উপর উল্টে যায়। বেশ কয়েক পাক পাল্টি খাওয়ায় বাসের সমস্ত যাত্রীই কমবেশী জখম হন। পুলিশ এবং স্থানীয় মানুষ আহতদের উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ২ জনকে মৃত বলে ঘোষণা করেন। ৪৬ জন যাত্রীকে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জনা গেছে। পাঁচ জন গুরুতর জখম যাত্রীকে বর্ধমান হাসপাতালে রেফার করে হয়েছে। এদিকে, ঘটনার পর উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের বচসা এবং ধাক্কাধাক্কি হয়।