.
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনায় আহত ৫ জন। স্থানীয়দের অভিযোগ, বাসচালক ফোনে কথা বলতে বলতে বাস চালাচ্ছিলেন। তার জন্যই দুর্ঘটনার কবলে পরে বাসটি। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার পাড়ুই এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দেওয়ানদিঘি থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য কুড়মুন ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকেলে বাসটি বর্ধমান থেকে সমসপুর যাচ্ছিল বর্ধমান-নবদ্বীপ রোড ধরে। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। বাসটি হঠাৎ পাড়ুইয়ের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে যায়। প্রাথমিকভাবে পুলিশ বাস চালকের গাফিলতির কথা জানতে পেরেছে। ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। ঘটনার পর বাস চালক ও খালাসি পালিয়ে যায়।
Like Us On Facebook