দুটি যাত্রী বোঝাই বাসের রেষারেষিতে নয়ানজুলিতে উল্টে গেল বাস। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বর্ধমান-আরামবাগ রোডের মিরেপোতায়। দুর্ঘটনায় আহত প্রায় ২৫ জন যাত্রী৷ বর্ধমান থেকে বেসরকারি যাত্রীবোঝাই বাসটি মেচেদা যাচ্ছিল।
স্থানীয় বাসিন্দা ও বাস যাত্রীরা জানান, যাত্রী তোলার জন্য দুটি বাস সগড়াই মোড়ের পর থেকেই একে অপরকে টপকে যাওয়ার জন্য দ্রুত বেগে যাচ্ছিল৷ মিরেপোতায় মেচেদাগামী বাসটি সামনের বাসটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। তারপরে রাস্তার ধারে নয়নজুলিতে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধারের কাজে হাত লাগান। পরে পুলিশও দুর্ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গেছে।
Like Us On Facebook