কলকাতা থেকে মিছিল ফেরত দ্রুতগতির বাসের ধাক্কায় মৃত ১ আহত ১। ঘটনাটি ঘটেছে বর্ধমানের ২ নং জাতীয় সড়কের চান্ডুল মোড় এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম বকুল সেখ বাড়ি বর্ধমানের নলা এলাকায়। ঘাতক বাসটিকে পুলিশ আটক করেছে। যদিও চালক ও খালাসি পলাতক।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলকাতা থেকে মিছিল শেষ করে বিজেপি কর্মীদের নিয়ে আসানসোলের দিকে যাওয়ার সময় বর্ধমানে জাতীয় সড়কের চান্ডুল মোড় এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপার করা একটি টোটোকে সজোরে ধাক্কা মারে। এরপর গার্ডওয়ালে ধাক্কা মেরে কলকাতা অভিমুখী অপর লেনে একটি ট্রেলারে সোজা ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান টোটো চালক বকুল সেখ। আহত হন আরও একজন। সেই সময় বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ২ নং জাতীয় সড়ক। ঘটনাস্থলে আসে বর্ধমান থানার পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের পুলিশমর্গে পাঠায়।

 

Like Us On Facebook