মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমান স্টেশন সংলগ্ন রেলওয়ে ওভারব্রিজে বহরমপুর-বর্ধমান রুটের একটি বাস ধাক্কা মারে একটি রিক্সাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রিক্সার আরোহী সেখ হাবিবুদ্দিনের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন রিক্সা চালক। তাঁকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বাসটিতে।

এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ বর্ধমান রেলওয়ে ওভারব্রিজের উপর বহরমপুর থেকে বর্ধমানে আসার পথে দুরন্ত গতিতে থাকা একটি বাস অপর একটি বাসকে ওভারট্রেক করতে গিয়ে ধাক্কা মারল একটি রিক্সাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রিক্সার আরোহী সেখ হাবিবুদ্দিন ওরফে সুমন (৪৫) নামে এক সব্জি বিক্রেতার। তাঁর বাড়ি বর্ধমান পুরসভার ৫নং ওয়ার্ডের আলুডাঙা এলাকায়। গুরুতর জখম হয়েছেন রিক্সা চালক। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পরই উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালায় ঘাতক বাসটিতে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। পলাতক বাসের চালক ও অন্যান্য কর্মীরা।


Like Us On Facebook