বুধবার বিকেলে বর্ধমান শহরে দুটি বাসের রেষারেষিতে জখম হল এক স্কুল ছাত্র। জখম ছাত্রকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। জখম ছাত্র বর্ধমানের মেহেদিবাগান এলাকার বাসিন্দা। নেহেরু হিন্দি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
জানা গেছে, মেহেদিবাগান এলাকার বাসিন্দা নেহেরু হিন্দি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্র সাইকেলে কার্জন গেটের দকে আসছিল। সেই সময় দুটি টাউন সার্ভিস বাস স্টেশনের দিক থেকে রেষারেষি করে কার্জন গেটের দিকে আসছিল। বাদামতলা এলাকায় সামনের বাসটি ছাত্রদের সাইকেলে ধাক্কা মারলে এক ছাত্রের পা এবং সাইকেল বাসের চাকায় আটকে পড়ে। অবস্থা বেগতিক দেখে বাসের চালক ও খালাসি বাস ফেলে পালিয়ে যায়। স্থানীয় মানুষজন ওই ছাত্রকে উদ্ধার করে। তাকে বর্ধমান হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় জিটি রোডে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।