দুর্গাপুর আই কিউ সিটি হাসপাতালের স্টাফ পিক-আপ বাস বিধান নগর পাম্প হাউসের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তায় একটি অটোকে ধাক্কা মেরে পর পর রাস্তায় পথচারিদের ধাক্কা মারে এবং শেষে রাস্তার ধারে একটি হোটেলের মধ্যে ঢুকে পড়ে।
এই ঘটনায় অটোর ৪ যাত্রী গুরুতর আহত হয় এবং ঘটনাস্থলেই এক যাত্রী মারা যায়। গোটা ঘটনায় ১৬ জন আহত হয় এবং হোটেলটির বেশকিছু ক্ষয়ক্ষতি হয়। উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করে বলে খবর। স্থানীয় মানুষজন বাসের চালককে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
আহতদের মধ্যে ১২ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল, বিবেকানন্দ হাসপাতাল ও মিশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৪ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।