.

বর্ধমানের বাজেপ্রতাপপুরে কাটোয়া বর্ধমানগামী বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত‍্যু হল এক মহিলার। মৃতার নাম সুজাতা রায় (৪২)। বাড়ি পূর্ব বর্ধমানের নারী কলোনী এলাকায়। পরিবার ও পুলিশসূত্রে জানা গেছে, বিকেল ৪ টে নাগাদ স্কুটি করে চন্দ্রহাটিতে গ্ৰামের বাড়ির দিকে যাচ্ছিলেন স্বামী দীপক রায়ের সঙ্গে। কাটোয়ার দিক থেকে আসা একটি যাত্রিবোঝাই বাস বাজেপ্রতাপপুর মোড়ের দিক থেকে যখন মোড় ঘুরছিল তখন তারা স্কুটি নিয়ে পাশ কাটাতে গেলে সুজাতা রায় আচমকা পেছনের চাকায় পড়ে যান তখনই পিছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।



Like Us On Facebook