যাত্রী বোঝাই বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল পঞ্চম শ্রেণির এক ছাত্রীর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মিরেপোতা থেকে কাইতি যাওয়ার রাস্তায় জোড়াপুলের কাছে। মৃত ছাত্রীর নাম বৃষ্টি দাস(১১)। বাড়ি খন্ডঘোষের ইঁদুটি গ্রামে। বৃষ্টি বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ ইঁদুটি গ্রাম থেকে বৃষ্টি ও তার বান্ধবীরা সাইকেলে তাদের স্কুল, বুজরুকদিঘি উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। সেই সময় বর্ধমান-আলমপুর রোডের একটি যাত্রী বোঝাই বাস আলমপুরের দিকে যাচ্ছিল। মিরেপোতা-কাইতি রোডে জোড়াপুলের কাছে সাইকেল স্কিড করে বৃষ্টি বাসের পিছনের চাকায় পড়ে গেলে বাসটি তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃষ্টির। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। ঘটনায় বৃষ্টির গ্রামে এবং স্কুলে শোকের ছায়া নেমে আসে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?