হাজার দুয়ারী বেড়াতে গিয়ে ফেরার পথে বীরভূমের ইলামবাজারের কাছে ধরমপুরে বাস উল্টে প্রাণ প্রাণ হারাল দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন ভবানী পল্লীর একই পরিবারের তিন সদস্য সহ মোট পাঁচ জন।
জানা গেছে ৪০ জন মতো যাত্রী নিয়ে ভবানী পল্লী থেকে মুর্শিদাবাদের হাজার দুয়ারি বেড়াতে গিয়েছিলেন স্থানীয় মানুষজন। শনিবার হাজার দুয়ারি থেকে ফেরার পথে যাত্রীরা তারাপীঠে মন্দির দর্শন করেন এবং রাত্রে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেয় বাস। রবিবার ভোর ৩টে নাগাদ ইলামবাজারের কাছে ধরমপুরে বাসটি একটি ডাম্পারের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে রাস্তার পাশে একটি নয়ানজুলিতে উল্টে যায়। ঘটনাস্থলেই ৫ জন মারা যায়, এরমধ্যে দুর্গাপুরের ডিভিসি মোড় সংলগ্ন ভবানী পল্লীর একই পরিবারের তিনজন। মৃতদের নাম কার্ত্তিক মিশ্র(৫০), শান্তি মিশ্র(৩৫), পূজা মিশ্র(১৭), রাহুল মাহাতো ও মিতালি ঘোষ। পূজা এবছরের উচ্চমাধ্যমিক পরিক্ষার্থী ছিল। আট বছরের জয় মিশ্র দুর্ঘটনায় বাবা, মা ও দিদিকে হারিয়ে বাকরুদ্ধ। সব হারিয়ে হতবাক জয়ের নিষ্পাপ চোখ দুটি দিয়ে শুধু বয়ে চলেছে অশ্রুধারা। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বীরভূম ও দুর্গাপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর গোটা ভবানী পল্লী শোকস্তব্দ।