পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরে বাস দুর্ঘটনায় মৃত ১ আহত ৭। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টা ৩০ মিনিট নাগাদ কালনা-শান্তিপুর রুটের একটি বাস হাটগোবিন্দপুরের চরকতলায় দুর্ঘটনার কবলে পড়ে। চরকতলা এলাকায় দ্রুতগতিসম্পন্ন বাসটির সামনের চাকা ফেটে যায়। এর ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ধানের মড়াই-এ ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয় মানুষজন ও পুলিশ অহতদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠায়। বর্ধমান হাসপাতালে নিয়ে এলে আহতদের মধ্যে এক জনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আহত আরও সাত জনের চিকিৎসা চলছে বর্ধমান হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় কালনার মধুপুর এলাকার শর্মিষ্ঠ দে (৪০) মারা যান।
Like Us On Facebook