ঘন কুয়াশার জেরে বাস ও তেল ট্যাঙ্কারের মধ্যে সংঘর্ষে আহত ৮। স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার ভোরে বরাকর-দুর্গাপুর গামী একটি যাত্রী বোঝাই বাস অন্ডালের ডিভিসি মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি তেল ট্যাঙ্কারের পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলে ৮ জন আহত হন। বাসে প্রায় ৪০-৪৫ জন যাত্রী ছিলেন। পুলিশের পাশাপাশি স্থানীয় মানুষরা আহত যাত্রীদের উদ্ধারের কাজে হাত লাগন। আহত যাত্রীদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ৩ জন গুরুতর আহতকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।