দুবাইয়ের বুর্জ খলিফার অনুকরণে কালীপুজোর মণ্ডপ এবার বর্ধমান শহরে। বর্ধমান শহরের আরএইউসি ক্লাব এবং ছোটনীলপুরের দিলীপ স্মৃতি সংঘ দুটি ক্লাবই এবারে কালীপুজোর মণ্ডপ তৈরি করেছেন বুর্জ খলিফার অনুকরণে। আর তাকে ঘিরেই এখন শহর জুড়ে উন্মাদনা তুঙ্গে।

আরএইউসি ক্লাবের পুজো কমিটির সহকারি সম্পাদক চন্দন দত্ত জানিয়েছেন, কলকাতার বুর্জ খলিফা প্যাণ্ডেলের মত উচ্চতা না হলেও তাঁদের এই মণ্ডপের উচ্চতা প্রায় ৫০ ফুট। বাঁশ এবং টিনের পাত দিয়ে তৈরি হয়েছে গোটা মণ্ডপ। সমগ্র মণ্ডপ, আলোকসজ্জা থেকে প্রতিমা সবই বর্ধমানের তৈরি। পুজোর বাজেট প্রায় ৮ লক্ষ টাকা। মণ্ডপকে সাজাতে থাকছে আলোর কারসাজি। তবে কখনও কলকাতার মত বিতর্কিত আলো তাঁরা ব্যবহার করছেন না। আরএইউসির পাশাপাশি দিলীপ স্মৃতি সংঘের মণ্ডপও এবার বুর্জ খলিফার অনুকরণে করা হয়েছে। তাঁদের পুজোর বাজেট প্রায় দেড় লক্ষ টাকা। মণ্ডপের উচ্চতা প্রায় ৪০ ফুট। স্বাভাবিকভাবেই কালীপুজো উপলক্ষ্যে বর্ধমান শহরের দুই প্রান্তের এই পুজোকে ঘিরে উন্মাদনা তুঙ্গে উঠেছে।

Like Us On Facebook