.

অক্টোবরে প্রথম সপ্তাহেই স্নাতক ও স্নাতকোত্তর স্তরে অনলাইনে পরীক্ষা নেবে বর্ধমান বিশ্ববিদ্যালয়। অক্টোবরেই ফলাফল বের করা হবে। পরীক্ষা শুরুর আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে প্রশ্নপত্র ওয়েবসাইটে আপলোড করবে কলেজগুলি। বাড়িতে বসেই পরীক্ষা দেবেন পড়ুয়ারা। চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরপত্র আপলোড করতে হবে। অসুবিধা হলে ওই সময়ের মধ্যে সংশ্লিষ্ট কলেজে হার্ডকপি জমা দেওয়া যাবে। আজ বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বুধবার এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি হবে বলে জানিয়েছেন উপাচার্য নিমাইচন্দ্র সাহা।

Like Us On Facebook