বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আগামী শিক্ষাবর্ষে আরও নতুন ৭টি বিষয় চালু হতে চলেছে। বুধবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিমাই সাহা। তিনি জানিয়েছেন, নতুন যে সাতটি বিষয় পড়ানো হবে সেগুলি হল- জিও স্পেশাল সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ, ওমেন স্টাডিজ, মলিকিউলার বায়োলজি অ্যান্ড হিউম্যান জেনেটিক, ফিজিওলজি এবং সাইকোলজি। এই শিক্ষাবর্ষ থেকেই এই কোর্সগুলি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর রেগুলার কোর্সে পড়ানো হবে।
উল্লেখ্য, এই সবকটি বিষয়ের জন্য ইতিমধ্যেই প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেনডেন্ট এবং স্টোর কিপার পদের তালিকা উচ্চশিক্ষা দফতরে পাঠানো হয়েছে। এছাড়াও এই নতুন সাতটি বিভাগের জন্য একজন প্রফেসর, দু’জন অ্যাসোসিয়েট প্রফেসর এবং চারজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকবেন। উপাচার্য জানিয়েছেন, ৫৬ জন শিক্ষক এবং ১২ জন অশিক্ষক কর্মী নিয়োগের ব্যাপারে অনুমোদন মিলেছে। শীঘ্রই এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হবে। তিনি জানিয়েছেন, নতুন ৭টি বিভাগ চালুর বিষয়ে পরিকাঠামোগত ব্যাপারে রাজ্য উচ্চ শিক্ষা দফতরের তরফ থেকে ইতিমধ্যে এই ব্যাপারে সবুজ সংকেতও এসেছে। তিনি জানিয়েছেন, ২০১৭ সাল থেকে এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের মধ্যে নিয়ে আসার জন্য বারবার আবেদন জানিয়ে আসা হচ্ছিল। শেষমেষ রাজ্য সরকার এই বিষয়ে অনুমোদন দেওয়াতে দেশের আর পাঁচটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বর্ধমান বিশ্ববিদ্যালয়ও এখন থেকে গুণগতভাবে একই সারিতে চলে এলো।