বর্ধমান পৌর এলাকাকে ডেঙ্গি মুক্ত এলাকা হিসাবে গঠন করার অঙ্গীকার নিয়ে ২০ আগস্ট, সোমবার বিশ্ব মশা দিবস পালন করলো বর্ধমান পৌরসভা। এদিন একটি বর্নাঢ্য সচেতনতা মূলক ট্যাবলো বের করা হয় পৌরসভার পক্ষ থেকে। ডেঙ্গি নিবারণে করণীয় কাজ গুলি সম্পর্কে প্রচার চালানো হয় ট্যাবলো থেকে। জানা গেছে, ২৩ আগস্ট পর্যন্ত পুরসভার বিভিন্ন ওয়ার্ডে মশাবাহিত রোগ সম্পর্কে এই ট্যাবলো থেকে সচেতনতামূলক প্রচার চালানো হবে।
উল্লেখ্য, প্রতি বছর ২০ আগষ্ট সারা বিশ্ব জুড়ে বিশ্ব মশা দিবস পালন করা হয়। এই দিনটি স্যার রোনাল্ড রসের স্মৃতিতে উৎসর্গ করা হয়। স্যার রোনাল্ড রস ১৮৯৭ সালে প্রথম প্রমাণ করেন যে একমাত্র স্ত্রী মশা মানুষের দেহে ম্যালেরিয়ার জীবাণু ছড়ায়। বর্ষাকাল মশার ডিম পাড়া ও বংশবৃদ্ধির উপযুক্ত সময় এবং এই সময় এরা বহুবিধ রোগ ছড়ায়।
Like Us On Facebook