বর্ধমান শহরের সৌন্দর্যায়নের অঙ্গ হিসাবে শুক্রবার থেকেই বর্ধমান শহরের বিসি রোড, রাণীগঞ্জ ও তেঁতুলতলা সব্জি বাজার, বিগবাজার তথা জেলখানা মোড় এলাকা এবং জিটি রোডের জবরদখল মুক্ত করার কাজে নামছে জেলা প্রশাসন। জেলা পুলিশ ও প্রশাসন ছাড়াও এই কাজে যৌথভাবে নামছে পুরসভা, পূর্ত দপ্তর এবং বর্ধমান উন্নয়ন পর্ষদও। বৃহস্পতিবার বর্ধমান জেলাশাসকের পৌরোহিত্যে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার কুণাল আগরওয়াল জানিয়েছেন, ওই ৪টি রাস্তা এলাকায় শুক্রবার থেকেই পুরসভা জবরদখল মুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে ফুটপাত ও রাস্তা জবরদখল মুক্ত করার জন্য বেশ কিছুদেইন ধরে প্রচার চালিয়ে শেষমেশ ফুটপাত ও রাস্তা জবরদখল মুক্ত করতে উদ্যোগী হল প্রশাসন। ইতিমধ্যেই জিটি রোডের অনেক অস্থায়ী দোকানদার তাঁদের দোকান সরিয়ে নিয়েছেন। জানা গেছে, জিটি রোডকে আলোকিত করতে এলইডি লাইট লাগানোর পাশাপাশি আরও ৩৪টি সিসি ক্যামেরা বসানো হবে। বিসি রোডের দু’পাশে ফুটপাতে ৪ ফুট উঁচু রেলিং দেওয়া হবে, যাতে কোন অস্থায়ী দোকানদার ফুটপাতে বসতে না পারে। জেলখানা মোড় ও বিগ বাজারের সামনের পার্কিং তুলে দেওয়া হবে।
Like Us On Facebook