আসন্ন পুর নির্বাচনকে মাথায় রেখেই চলতি ২০১৮-২০১৯ বছরের একগুচ্ছ উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ২১৯ কোটি টাকার ঘাটতি শুন্য বাজেট পেশ করলেন বর্ধমান পুরসভার পুরপতি ডা. স্বরূপ দত্ত। শুক্রবার বাজেট বৈঠকের পর সাংবাদিক বৈঠকে পুরপতি জানিয়েছেন, চলতি বোর্ডের বাজেটে বর্ধমানবাসীর জন্য ১৭০ কোটি টাকার নতুন ভাবে ৯ দফা নতুন উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছেন। যার মধ্যে রয়েছে শহরের সমস্ত রাস্তাকে ম্যাসটিক করা। বাঁকা নদীর ওপর ১৮নং ওয়ার্ডে ৪২ লক্ষ টাকা এবং ৩৫নং ওয়ার্ডে ৪৭ লক্ষ টাকা ব্যয়ে দুটি ব্রীজকে সাড়ে ৩ মিটার চওড়া করার প্রস্তাব। শহরকে ভ্যাট মুক্ত করার লক্ষ্যে আরও কয়েকটি নতুন গাড়ি আনার প্রস্তাব রয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে গরীব মানুষদের জন্য ৫ লক্ষ টাকা মূল্যের ফ্ল্যাট তৈরি ও বিতরণ করার প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য সরকারের কাছে। শহরের রাস্তার আলোকে এলইডি করা এবং হেরিটেজ এলাকাকে আলোয় মুড়ে দেবার পরিকল্পনার কাজ অনেকটাই এগিয়েছে।
এবারের বাজেটে যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে পুরসভা। পুরপতি জানিয়েছেন, একসময় বর্ধমান ছিল নাট্যচর্চার পীঠস্থান। সেই নাটকের চর্চাকে আরও বাড়িয়ে তুলতে পুরসভা বর্ধমান টাউন হলকে সপ্তাহের প্রতি শনিবার বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে আরও বেশি করে নাট্য চর্চা হতে পারে। পুরপতি জানিয়েছেন, শহর এলাকার জন্য রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলির কাজ চলছে ভালভাবেই। রাজ্য সরকারের খাদ্যদপ্তরের উদ্যোগে রৌদ্রবৃষ্টি কাউন্টার চালু হচ্ছে হকার্স মার্কেটে ১৪ মার্চ। সম্প্রতি বর্ধমান পুরসভার গলার কাঁটা হয়ে ওঠা কালনা রোডের ময়লা ভাগাড়কে নতুন রূপ দিতে ওই এলাকায় জৈবসার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। যা দ্রুত শুরু হতে চলেছে।